জামায়াত বিচারের নামে অবিচার দূর করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়- অধ্যাপক আবু তালেব মন্ডল
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, বিচারের নামে অবিচার দূর করে জামায়াতে ইসলামী দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের অংশীদার হতে চায়, সকল প্রকারের ভালো কাজ করে সব মানুষের অন্তরের মাঝে জায়গা পেতে চায়।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সলিমপুরের মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ছলিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল আরও বলেন, সাংবাদিকদের সামনে জামায়াতে ইসলামীকে এতদিন কথা বলতে দেওয়া হয়নি। বিগত ১৬ বছরে জামায়াতের প্রতি যে জুলুম নির্যাতন হয়েছে তাতে জামায়াত ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে তা হয়নি বরং সংগঠন আরও ৫/৭ গুণ বেশি বৃদ্ধি হয়েছে। তিনি বলেন, সলিমপুর ইউনিয়নের একটি বাড়িও জামায়াত বিহীন যেন না থাকে, সলিমপুর যেন ইসলামের ঘাটি হয়ে গোটা দুনিয়ায় পরিচিতি লাভ করতে পারে সেভাবেই কাজ করতে হবে।
সলিমপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাসউদুর রহমান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার খান, জেলা তালিমুল কোরআর সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, ছাত্রশিবিরের পাবনা জেলা পশ্চিম সভাপতি মো. ইসরাইল হোসেন শান্ত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা সহ-সভাপতি মো. মজিবুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, আদর্শ শিক্ষক পরিষদ সেক্রেটারি মো. আব্দুর রহমান মাষ্টার, পেশাজীবি সেক্রেটারি ডা. মুনসুর রহমান, তারবিয়াত সেক্রেটারি মাওলানা আকাতুল্লাহ, যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি মো. বাকি বিল্লাহ খান, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, প্রচার, প্রকাশনা ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. মাহফুজুর রহমান।
অন্যান্যের মধ্যে এসময় আরও বক্তব্য রাখেন দাশুড়িয়া ইউনিয়ন আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, সাঁড়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রাজ্জাক খান, মুলাডুলি ইউনিয়ন আমির প্রভাষক শাহিনুল আলম, সাহাপুর ইউনিয়ন আমির মাওলানা সানাউল্লাহ, পাকশী ইউনিয়ন আমির ডা. ইবনুল কায়সার রাজ, লক্ষিকুন্ডা ইউনিয়ন সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রনি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি আমিনুর রহমান খান, ইউনিয়ন সহকারী সেক্রেটারি ডা. আবু বক্কার সিদ্দিক, যুব সেক্রেটারি আজিজুর রহমান, সমাজ কল্যাণ সেক্রেটারি মিজানুর রহমান, আদর্শ শিক্ষক পরিষদ সেক্রেটারি প্রভাষক রেজাউল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. তবিবুর রহমান। সম্মেলনে ইউনিয়ন জামায়াতের সহস্রাধিক কর্মী উপস্থিত ছিলেন।