চাটমোহরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।।
পাবনার চাটমোহর থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা খ সার্কেল ঈশ্বরদীর সদস্যরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদকবিরোধী টিম চাটমোহরের অমৃতকুন্ডা পূর্ব টিয়ারতলা সরকারি আবাসন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার মৃত আহমদ আলীর ছেলে রফিকুল ইসলামের স্ত্রী মোছা. অনজু খাতুন (৩৭) কে নিজ দখলে থাকা ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত অনজু খাতুনের স্বামী রফিকুল ইসলাম (৪২) পালিয়ে যায়।
আসামিদের বিরুদ্ধে চাটমোহর থানায় একটি নিয়মিত মামলা দায়েরে করা হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।