চাঁদাবাজ আদনান উদ্দিন স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার
——————————————————-
স্টাফ রিপোর্টার।। দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক এস এম আদনান উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদ বাতিলসহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নানা ধরনের অনৈতিক ও আইন শৃংখলা পরিপন্থী কার্য কলাপের সাথে জড়িত থাকার অভিযোগ ও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। দলের সকল সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে তার সাথে যোগাযোগ না রাখার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।