গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার গাড়িবহরে হামলা ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।। গত ১৩ সেপ্টেম্বর’২৪ গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)’র অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়ীবহরে সশস্ত্র হামলা ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।প্রচন্ড ঝোড়ো হাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে শত শত নেতা- কর্মী বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশ নেয়।
আজ ১৪ সেপ্টেম্বর বিকেলে বিক্ষোভ মিছিলটি ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে গিয়ে পথসভা করে । এতে সভাপতিত্ব করে ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এসএম মামুনুর রশীদ নান্টু।
মিছিলে ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক এসএম ফজলুর রহমান, কাউন্সিলর আবু জায়ীদ উজ্জল, সাবেক কাউন্সিলর ও সদ্য কারা মুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, রবিউল ইসলাম রবি, মাহামুদুর রহমান জুয়েল, তুহিন হোসেন সাইদুর রহমান , দিপু ইসলাম প্রমূখ নেতা কর্মী অংশ নেয়।
পথসভায় হামলাকারী খুনি আওয়ামী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করা হয়।
উল্লেখ, গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আহবায়ক এসএম জিলানী সমাবেশ শেষে গোপালগঞ্জে নিজ বাড়ীতে ফেরার পথে তার গাড়ী বহরে আওয়ামীলীগের দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালায়। এতে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ক্রিকেট আম্পায়ার আব্দুর সাত্তার দিদারসহ ৩ জন নিহত ও জিলানীসহ অন্তত ২০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।