কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের হাউজিং বি ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আবদুস সালাম (৪৮), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত আবদুস সালামের ছেলে সিয়াম (১৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার। তিনি জানান, এ ঘটনায় আহত সিয়াম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং বি ব্লক এলাকায় আবদুস সালামের বাড়ি বৈদ্যুতিক ওয়্যারিংয়ে ত্রুটির কারণে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়। এসময় ওই বাড়িতে থাকা পরিবারের সদস্যদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একই পরিবারের তিনজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলমের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তাদের জানা নেই বলে জানান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত দিপেন্দ্রনাথ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।