কবি পরিচিতি
কবি এস এম রাজা, আদিনিবাস পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবার ও সরদার বংশে ১৯৫৭ খ্রি. এর ২৯ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত মোহাম্মদ আলী সরদার ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজসেবী ও সংগীত শিল্পী। মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি গান গেয়ে মুক্তিকামী জনতাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানবতাবাদী খাঁটি দেশ প্রেমিক একজন মানুষ। তাঁর মাতা ওজিফা বেওয়া ছিলেন একজন খাঁটি গৃহিনী। কবি এস এম রাজা স্কুলজীবন থেকেই লেখালেখির সাথে যুক্ত। তাঁর অসংখ্য কবিতা, ছোটগল্প ভারত ও বাংলাদেশের জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি ছোটবেলা থেকেই সংগীত চর্চা করে আসছেন। তিনি একাধারে সিনিয়র সাংবাদিক, শিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, সমাজসেবক ও সংগঠক। তিনি সাহিত্য সংস্কৃতি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ডিডিপির ও চেয়ারম্যান, ডিডিপি সাহিত্য চর্চা কেন্দ্র, ডিডিপি মিউজিক একাডেমি, ডিডিপি বাউল সম্প্রদায় ও গুরুআশ্রম সমূহ ডিডিপির অঙ্গ প্রতিষ্ঠান। কবি এস এম রাজা রাজাপুর বইমেলা ও কুষ্টিয়া লালন একাডেমির আজীবন দাতা সদস্য। তাঁর লেখা ও সুর করা এবং নিজ কন্ঠে গাওয়া অসংখ্য গান দেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে এবং বাংলাদেশ বেতারে প্রচারিত হয়েছে। ইতিমধ্যে তাঁর ছয়টি মিউজিক এ্যালবাম প্রকাশিত হয়েছে ঢাকা থেকে। তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ঈশ্বরদীর প্রথম সংবাদপত্র সাপ্তাহিক জংশন ও ডিডিপি নিউজ ২৪ ডটকম এর সম্পাদনার দায়িত্ব সুনামের সাথে পালন করে যাচ্ছেন অত্যান্ত দক্ষতার সাথে। কবি এস এম রাজা অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনা ও সুফিবাদে বিশ্বাসী একজন কীর্তিমান মানুষ। প্রকাশ্যে অপ্রকাশ্যে মানবসেবা তথা জীবের সেবা করা তাঁর একটি বিশেষ গুণ। তিনি মানবতা ও মনুষ্যত্ব সৃষ্টির একজন পথ প্রদর্শক। ১৯৬৫ সাল থেকে তিনি ঈশ্বরদী শহরের দড়িনারিচা পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। তাঁর
গ্রন্থসমূহ: “স্বপ্ন দেখি”, “প্রিয় স্বদেশ”, “যদি কখনও”, “অদ্ভুত প্রেম”, “কবিতা গুচ্ছ”, “কাব্যমালা”, “সকালের কবিতা”, “কবিতার কুঞ্জ”, “মিতালি”, “দর্পণ গল্প ও কাব্যকথন”, “কবিতার মেঘমালা”।