একটি রোমান্টিক কবিতা
**********সঙ্গী হবে
কলমেঃ-পারুল বেগম
*****সঙ্গী হবে
পদ্মার ঐ পাড়ের সাদা কাশফুলে
আমি একজন সঙ্গী চাই,
যার বুকে মাথা রেখে খোলা আকাশে
আমি আমার আকাশ টা দেখতে পাই।
গহীন জলের অতল ঢেউয়ের মাঝে
আমার নৌকায় মাঝি হবে কেউ,
যার হাত ধরে পাড়ি দিতে সাহস পাবো
সাত সমুদ্র আর তের নদীর ঢেউ।
বিলের মাঝে সুবজ ঘাসের গহীনে
তুমি কি হবে আমার ইচ্ছের নাগর,
আমার বুকের মাঝে উন্মাদ করে
তলীয় রাখবো তোমার যৌবনের সাগর।
জোৎস্না আকাশের মাঝে তুমি
হবে কি আমার নীলাম্বর,
আমার রুপ সাগরের মধ্যে
করবে কি তুমি মাতাল হাওয়ার ঘর।
যদি হারিয়ে যেতে তোমাকে চাই
আসবে কি আমার সঙ্গী হতে?
পাগল করে রাখবো তোমায়
আমার যৌবনের আগুনেতে।
কখনো যদি তৃষ্ণা জাগে মনে
উম্মুক্ত করে দিব বুকের পাহাড়
আমায় পাগল করে লুটে নিও
তুমি তোমার তৃষ্ণার আহার।