একটি মানবিক আবেদন। একজন কবির জীবন বাঁচাতে এগিয়ে আসুন। নওগাঁ জেলার নজিপুর থানার অধিবাসী কবি মারিয়া নূর। উচ্ছ্বল, প্রাণবন্ত ও ডানপিটে।তিনি সাংবাদিকতা করতেন, লিখতেন কবিতা, করতেন আবৃত্তিও।
তাঁর কবিতাগ্রন্থ ‘ পংক্তিতে জীবন খুঁজি’। কোথাও কোন সাহিত্যের প্রোগ্রামের দাওয়াত পেলেই তিনি ছুটে যেতেন। হোক তা পাবনা,বগুড়া, ঢাকা কিংবা খাগড়াছড়ির মতো দূরদূরান্তরে। আজীবন দারিদ্রের সাথে লড়তে থাকা কবি মারিয়া নূর এখন জীবন বাঁচাতে পাঁঞ্জা লড়ছেন। তাঁর হার্টে ৩ টি ব্লক ধরা পড়েছে। আছে ডায়াবেটিসের মতো জটিল রোগ। এখন অধিকাংশ সময় বাড়ি ও হাসপাতালের বিছানায় কখনও চেতন কখনও জ্ঞানশূন্য অবস্থায় পড়ে থা্কতে হয় তাঁকে। স্বামী খরচের টাকা এখন আর দিতে পারছেন না। পাশে থাকে কেবল ছোট মেয়ে। নেই খাবার ও ঔষধ কেনার টাকাও। মায়ের চিন্তায় মেয়েটাও পাগলপ্রায়। ডাক্তার বলেছেন, কবি মারিয়া নূরের শরীরে দ্রুত সার্জারী করতে হবে। খরচ হবে কমপক্ষে ৫ লক্ষ টাকা। এখন তাঁর পক্ষে পাঁচ হাজার টাকা জোগাড় করারও ক্ষমতা নেই। যদি হায়াৎ থাকে তাহলে কবি মারিয়া নূর আরও কিছুটাকাল বাঁচতে চান। তিনি ও তাঁর মেয়ে অসহায় হয়ে ফেসবুকে এ সংক্রান্ত বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন। মানুষের জীবন কখনও কখনও ভয়ংকর রুপে এসে দাঁড়ায় তাঁর সামনে। মানুষ তখন ভীষণ অসহায় হয়ে পড়ে। তাঁর অতি কাছের মানুষগুলোও তাঁকে ছেড়ে দূরে সরে যায়। কবি মারিয়া নূর এখন সেই অবস্থায় পড়েছেন। রমজান মাস চলছে। চলছে ত্যাগ, সংযম ও সওয়াব হাসিলের মাস। হোক দান, মানবিক কাজ, যাকাত কিংবা ফেতরা। হোক সেটা অতি অল্প টাকা কিংবা বেশি। তা দিয়েই সহযোগীতা করুন কবি মারিয়া নূরের জীবন বাঁচাতে। সারা দেশের কবি, লেখক, বন্ধু, শুভানুধ্যায়ী সবাই এগিয়ে আসুন। একজন অসহায় মানুষকে বাঁচাতে এগিয়ে আসুন, একজন কবিকে বাঁচাতে এগিয়ে আসুন। আপনার সহায়তা প্রদান করুন কবি মারিয়া নূরের নিজস্ব বিকাশ/ নগদ/ রকেট নাম্বারে। তাঁর নাম্বার 01752169990. ফোন করে কবির খোঁজ নিন, তাঁর জন্য আল্লাহর কাছে দোয়া করুন।