ঈশ্বরদী-লালপুর সীমান্ত সংলগ্ন শাহাবুদ্দিনের বটতলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
————-
এস এম দীপ্ত ।। আজ ১৭ জুলাই ‘২৫ ভোরে ঈশ্বরদী-লালপুর সীমান্ত সংলগ্ন বিমানবন্দর রোডের শাহাবুদ্দিনের বটতলায় ট্রাক-পিকাপের মুখোমুখি সংঘর্ষে শফি তালুকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে ফরিদপুরের সোহরাব তালুকদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪ টার দিকে লালপুর থেকে ঈশ্বরদী গামী একটি পিকাপ এবং ঈশ্বরদী থেকে লালপুর গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে পিকাপটি দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকাপে থাকা শফি তালুকদার গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।