ঈশ্বরদী মহিলা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাবিবুর রহমান হাবিব
———————————————-
বিএনপি ক্ষমতায় গেলে ঈশ্বরদীর মহিলা কলেজকে সরকারি করণ করা হবে
————
মুনমুন আক্তার।। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক ও ঈশ্বরদী মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ঈশ্বরদী মহিলা কলেজকে সরকারি করণ করা হবে।
আজ ১৭ মে’২৫ সকালে কলেজের নিজস্ব চত্বরে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব কলেজ সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বলেন, আপনারা জায়গার ব্যবস্থা করেন আমি চলতি অর্থ বছরেই কলেজের নতুন ভবন নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে বিস্তারিত আলাপ আলোচনা সম্পন্ন হয়েছে।
ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঈশ্বরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, ঈশ্বরদী মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও বিএনপি নেতা প্রভাষক আজমল হোসেন সুজন, উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ঈশ্বরদী মহিলা কলেজের অভিভাবক সদস্য বিএনপি নেতা আতাউর রহমান পাতা, ঈশ্বরদী মহিলা কলেজের শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিজানুর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক আফরোজ মাহফুজ।
অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন কলেজ ছাত্রী সাবিকুন্নাহার এবং গীতা পাঠ করেন ইন্দ্রানী হালদার অর্পিতা। এর আগে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। সেখান থেকে আমাদের ছেলেমেয়েদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার মান উত্তরণ ঘটাতে হবে। পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।