ঈশ্বরদী প্রেসক্লাবে নবনিযুক্ত পৌর প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
স্টাফ রিপোর্টার।। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল পৌরসভায় মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঈশ্বরদী পৌর সভায় অতি সম্প্রতি প্রশাসকের দায়িত্ব পেয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটা তাঁর বাড়তি দায়িত্ব হিসেবে পালন করবেন। প্রশাসক নিযুক্ত হবার পর
গত বৃহস্পতিবার(৩নভেম্বর’২৪) সন্ধায় তিনি ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান এর সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় মতবিনিময় ও নিজ নিজ পরিচয় উপস্থাপন করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু,সহ সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, সহসম্পাদক সেলিম সরদার, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সেন্টু, সমাজ কল্যান সম্পাদক শহীদুল্লাহ্ খাঁন, প্রচার সম্পাদক শেখ মেহেদী হাসান, সাংবাদিক খালেদ মাহমুদ সুজন, সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণ, মাহফুজুর রহমান, মোহাম্মদ স্বপন প্রমুখ। পৌরসভার দায়িত্ব গ্রহণের পর নব নিযুক্ত প্রশাসক পৌর এলাকার সকল সমস্যা স্বচক্ষে প্রত্যক্ষ করে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তাঁর উন্নয়ন পরিকল্পনার কিছু চিত্র উপস্থাপন করে বলেন, পৌর সভার নাগরিক সেবার মান উন্নয়ন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গোটা পৌর এলাকায় সিসিটিভি ক্যামেরা স্হাপন, পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যাবস্হাগ্রহন, অবৈধ স্থাপনা উচ্ছেদ , পৌর এলাকার প্রবেশ মুখে ফটক নির্মাণ, ট্রাফিক আইল্যান্ড গুলোতে দৃষ্টি নন্দন ফুল গাছ রোপন , পৌর সভার ওয়েব সাইট তৈরী করা, পৌর সভায় আলাদা নাগরিক কর্ণার করা হবে। যাতে ওয়েব সাইটে ঘরে বসে প্রয়োজনীয় কাগজপত্রের আবেদন ও নাগরিক কর্ণার থেকে সব কিছু সহজেই পেতে পারেন।
পৌর কর বৃদ্ধির বিষয়ে প্রশাসক সুবীর কুমার দাশ বলেন, এসেসমেন্টের সময় করদাতাদের সাথে আলোচনা করা হয়নি। যে কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। তারপরও প্রায় ৪০% সমস্যার সমাধান ইতিমধ্যেই করা হয়েছে। আরও একমাস এব্যাপারে সময় বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে বাড়তি করের ব্যাপারে আপত্তি নিঃস্পত্তি করা যাবে।
তিনি এসব পরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকসহ সকল নাগরিকের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
এর আগে নব নিযুক্ত পৌর প্রশাসককে ফুলেল শুভেচছায় শিক্ত ও বরণ করা হয়।