ঈশ্বরদী পৌরসভায় ইমাম-মোয়াজ্জেমদের মাঝে পোশাক বিতরণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে পৌর শহরের ৪৭টি মসজিদের ৯৬ জন ইমাম ও মোয়াজ্জেমদের মধ্যে পোশাক হিসেবে জোব্বা-পায়জামার কাপড় ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে পৌরসভার হল রুমে আয়োজিত ইমাম ও মোয়াজ্জেমদের সমাবেশের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা।
পৌরসভার স্টোর কিপার খায়রুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর আবুল হাশেম, ঈমামদের মধ্যে ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ওলিউল্লাহ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌর নির্বাহী কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা বলেন, পবিত্র মাহে রমজানসহ ঈদ উপলক্ষে পৌর শহরের মসজিদগুলোর ইমাম ও মোয়াজ্জেমদের বিশেষভাবে সম্মানজানাতে জোব্বা ও পায়জামার কাপড়সহ পোশাক তৈরীর খরচের টাকা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও বিতরণ করা হচ্ছে।
মেয়র আরও বলেন, পৌর শহরের ৪৭ টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেম এবং দুইজন খাদেমের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। পরবর্তিতে সকল শহরের সকল মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের মাঝে এসব উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে পৌরসভা ও দেশের কল্যাণ এবং সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।