ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মুনমুন আক্তার।।
আজ ১৪ ডিসেম্বর’২৪ সুষ্ঠ ও সুশৃঙ্খল পরিবেশ এবং কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হলো ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪। এবারের পরীক্ষায় মোট ৪৪ টি কেজি স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৭৭৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা চলাকালে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম, ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদাত হোসেন, ঈশ্বরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আরিফ, এস এম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সাবেক সভাপতি এস এম রাজা ও মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সাংবাদিক সেলিম আহমেদ, সাংবাদিক ওয়াহিদুজ্জামান টিপু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বিজয় টিভি’র প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, আনন্দ টিভি’র প্রতিনিধি মোঃ রাসেল আমন্ত্রিত অতিথি হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন। ঈশ্বরদী স্কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং সার্বিক তত্ত্বাবধান করেন। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের খোলা মাঠে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়। ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার শরিফুজ্জামান’র নেতৃত্বে এএসআই আনিসুর রহমান সহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।