ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাসে ৯৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি।। মৃত্যু -১, সুস্থ-৬২,স্থানান্তর -১৯
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। গত ১ জুলাই থেকে ৩১জুলাই পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাসে করোণা আক্রান্ত রোগী ভর্তি হয়েছে মোট ৯৩ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬২ জন এবং রোগীর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় স্থানান্তর করা হয়েছে ১৯ জন এবং বর্তমানে ভর্তি রয়েছে ১১ জন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসমা খান জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের তিনতলায় ২০ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড খোলা হয়েছে এবং করোনা আক্রান্ত রোগীদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত সাধ্যমত সঠিক চিকিৎসা দিয়ে আক্রান্ত রোগীদের সুস্থ করে তোলার যথাসাধ্য চেষ্টা করে যাওয়া হচ্ছে। তিনি বলেন, যে সমস্ত রোগীরা চরমপর্যায়ে পৌঁছানোর পর হাসপাতালে ভর্তি হয় সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে একটু ঝুঁকি বহন করতে হয়। এসব রোগীরা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এখান থেকে রামেক হাসপাতালে অথবা অন্য কোথাও স্থানান্তর করে দেয়া হয়। তিনি বলেন, করোণা আক্রান্ত রোগীরা উপসর্গ বুঝতে পারার পরেও তারা সিজনাল বিষয় হিসেবে চিহ্নিত করে অবহেলা করেন। যে কারণে তারা একটা পর্যায়ে চরম পরিস্থিতির শিকার হয় এবং অন্তিম মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বারস্থ হয়। এসমস্ত রোগীদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে আপাতত কোনো সংকট নেই বলে তিনি জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।