ঈশ্বরদী ইপিজেডে অক্সিজেন সংকটে শতাধিক নারী শ্রমিক অসুস্থ।। গুরুতর অসুস্থ ৩৫ জন হাসপাতালে ভর্তি
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।ঈশ্বরদী ইপিজেডে হাইজিংটন চায়না চুল কোম্পানিতে অক্সিজেন সংকট হয়ে কর্তব্যরত অবস্থায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এরমধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় ৩৫ জন নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আজ শনিবার (১৫ নভেম্বর’২৫) সকাল সাড়ে এগারোটার দিকে হাইজিংটন কোম্পানির চতুর্থ তলায় এঘটনা ঘটে।
জানাগেছে, দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণে অক্সিজেন লেভেল অনেক নেমে গেলে অক্সিজেনের অভাবে শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে ৩৫ জন গুরুতর অসুস্থ হওয়ায় ১৫ জনকে বেপজা হাসপাতালে এবং বাঁকি ২০জনকে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হাইজিংটন চায়না চুল কোম্পানির এডমিন রাশিদুজ্জামান বলেন, এসি বন্ধ থাকার জন্য অক্সিজেন লেভেল নেমে গিয়েছিল। এজন্য কয়েকজন অসুস্থ হয়েছে তবে কয়েকজনকে অসুস্থ হয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে বাকিরা অসুস্থ হয়ে যায়।
এসংবাদ লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ নারী শ্রমিকরা ঝুঁকিমুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।