ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
———-
মুনমুন আক্তার।। ১৫ মার্চ’২৫ সন্ধ্যায় ঈশ্বরদীর মূনলীট কিন্ডারগার্টেন হাই স্কুলে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আদম আলী, তথ্য ও গবেষণা সম্পাদক ইয়াসমিন আক্তার এনা, সাংগঠনিক সম্পাদক আবু সামা, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন শাহীন, পরীক্ষা বিষয়ক সম্পাদক আফসার আলী, ইম্পেরিয়াল একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আদম আলী। এ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।