ঈশ্বরদী আন্তঃউপজেলা কেজি এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
——
মুনমুন আক্তার।। ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত ২ দিন ব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ও ১৪ ডিসেম্বর’২৪ অনুষ্ঠিত এই পরীক্ষায় ২৭ টি কেজি স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৫৯৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ঈশ্বরদী মহিলা ডিগ্রী ও অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা’র বার্তা সম্পাদক ও জাগরণ নিউজ ২৪ ডটকমের সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক যথাক্রমে সেলিম আহমেদ, দেওয়ান সবুজ, উজ্জ্বল প্রধান, মুনমুন আক্তার আমন্ত্রিত অতিথি হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন। ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি ও কেন্দ্র সচিব রিয়াজুল করিম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালে এসোসিয়েশন’র সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা খান, সাংগঠনিক সম্পাদক আবু হেনা, পরীক্ষা বিষয়ক সম্পাদক আফসার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক নওরোজ লিটন সহ এসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশে সুষ্ঠভাবে দুইদিন ব্যাপী পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের কেন্দ্রের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়।