শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত
————————————————————————–এস এম রাজা ।। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার সকল পূজামণ্ডপে পুলিশ এবং আনসার বাহিনীর সদস্য মোতায়েন সহ পুলিশের বিশেষ মহড়া শুরু হয়েছে। গত ১১অক্টোবর’২১সন্ধায় পুলিশের মহড়া উদ্বোধন ও নেতৃত্ব দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। এসময় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ও পরিদর্শক তদন্ত হাদিউল ইসলাম সহ অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঈশ্বরদী পৌর ও ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ এলাকা সমুহে এ মহড়া দেয়া হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, সার্বজনীন দুর্গোৎসব উদযাপনে যাতে কোন প্রকার বাধাগ্রস্ত না হয় সেজন্য পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে। তিনি বলেন, সনাতন ধর্মের সর্বস্তরের মানুষের এই উৎসব নির্বিঘ্ন করতে ও নিরাপত্তা প্রদানে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। ঈশ্বরদী আটঘরিয়া উপজেলায় এবার পূজামণ্ডপ রয়েছে ৪১ টি। এর মধ্যে ৩০ টি ঈশ্বরদীতে এবং এগারটি আটঘরিয়া তে। ঈশ্বরদী এবং আটঘরিয়ার সর্বত্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। গতকালকে দুর্গোৎসব শুরু হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। ঈশ্বরদীর ঠাকুরবাড়ি ও মৌবাড়িয়া মন্দিরের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু এক প্রশ্নের জবাবে বলেছেন, প্রায় দেড়শত বছর ধরে এই মন্দির সমুহে পূজা উদযাপন করা হচ্ছে, কখনো কোন প্রকার সমস্যা হয়নি, আশা করি এবারও হবে না। তিনি পুলিশের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে ঈশ্বরদী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী বলেন, এখনো পর্যন্ত আমরা কোন প্রকার অসুবিধায় পড়ি নাই। পুলিশের গৃহীত ব্যবস্থা সন্তোষজনক। আশা করি আমরা নির্বিঘ্নে আমাদের এই ধর্মীয় উৎসব উদযাপন করতে সক্ষম হবো।