ঈশ্বরদীর ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৯টিতেই নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
পাবনার ঈশ্বরদী উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৯ টিতে নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ১৭টি সহকারি শিক্ষকের পদও। একারনে যেমন চরমভাবে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম তেমনি পাঠদানের ক্ষেত্রেও দেখা দিয়েছে নানাবিধ সমস্যা। এই উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ হাজার ৬’শ ৯২ জন শিক্ষার্থী রয়েছে। এসব প্রাথমিক বিদ্যালয়ে ১০০জন প্রধান শিক্ষক এবং ৬৮৭ জন সহকারি শিক্ষক থাকার কথা থাকলেও প্রধান শিক্ষক রয়েছে ৬১জন আর সহকারি শিক্ষক আছে ৬৭০ জন। অর্থাৎ ৩৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই আর শুন্য রয়েছে ১৭ টি সহকারি শিক্ষকের পদ। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা চরমভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন অফিসে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা।
শ্রেণিকক্ষে নির্ধারিত পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজের জন্য ব্যস্ত সময় পার করতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি নানাবিধ সমস্যায় পড়তে হয় তাদের।
ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফারহানা খান জানান, প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সহকারি শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।
শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয় খোদ এ উপজেলার শিক্ষা অফিসেও ২ জন সহকারি শিক্ষা অফিসারসহ মোট ৫টি পদ শুন্য রয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীসহ এলাকাবাসীর।