ঈশ্বরদীর লক্ষিকুন্ডায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার।। আজ
ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের ডিগ্রি চরে আধিপত্য বিস্তার করতে চরের জমি দখল নিয়ে কুষ্টিয়ার মুকুল বাহিনী আবারো শক্তির জানান দিতে চর এলাকায় পর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে গ্রামবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি করে ।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন উপজেলার লক্ষীকুন্ডা চরকুড়ুলিয়া গ্রামের আকাত মাঝির ছেলে মোঃ পিল্লু (২৬) একই গ্রামের হাবিবুল ইসলামের ছেলে সুবাইল ইসলাম (২৭), আতিয়ার প্রামানিকের ছেলে আসিফ (২৫) ও রাজ্জাক ফকিরের ছেলে শফিকুল (২৮), মৃত মানিক মৃধার ছেলে মক্কেল মৃধা (৪৮)।
আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে আবারও উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে এই গুলির ঘটনা ঘটে।এতে এলাকায় চরমভাবে আতংক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও যৌথবাহিনী ঐ এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করতে সক্ষম হয়।
ঈশ্বরদী সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, আধিপত্য বিস্তার ও চর দখল নিয়ে গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং ৪ জনকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।