ঈশ্বরদীর মুলাডুলিতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাটার সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত
স্টাফ রিপোর্টার।।
দুইকানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মিজানুর রহমান মিজান (২১) নামে এক যুবক মর্মান্তিক ভাবে নিহত হয়েছে । সোমবার (৪ নভেম্বর’২৪) সকালে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলগেটের অদূরে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত মিজান ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে।
জানাগেছে , সকালে নিহত মিজান রেললাইনের পাশে তার মামার মুরগির খামার থেকে রেললাইন দিয়ে হেটে নিজ বাড়িতে যাবার সময় দুই কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গান শোনার কারণে পেছন থেকে ট্রেন আসার শব্দ শুনতে পায়না। যেকারণে ওই লাইনে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে সে প্রচন্ড জোরে ধাক্কা খায় এবং ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্য বরন করে।
সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তার লাশ নিয়ে গিয়ে দাফন করে।
ঘটনাস্থল সিরাজগন্জ রেলওয়ে থানার আওতাভুক্ত। কিন্তু দুর্ঘটনার বিষয়টি তারা অবহিত নন।