স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মানিকনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১মে) সকাল থেকে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট রওশন কবির কিরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, এসএম স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আইনুল ইসলাম।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জিয়াউল ইসলামের সঞ্চালনায় সমাবেশ আরো বক্তব্য দেন, পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, সদস্য তহুরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াসিম উদ্দিন, অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি আল্লেক প্রামানিক, বিএনপি নেতা আফজাল হোসেন, বাবু মজুমদার, যুবদল নেতা মোস্তফা জামান নয়ন, উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মনসুর রহমান, উপজেলা ওলামা পরিষদের সেক্রেটারি রফিকুল ইসলাম ফারুকী সহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ছাত্রছাত্রীদের উপস্থিতি, পড়ালেখার অগ্রগতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিষয়ে আলোচনা করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন এবং অভিভাবকরা তাদের সন্তানদের সমস্যা তুলে ধরেন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।