ঈশ্বরদীর বিভিন্ন পুজা মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জামায়াত নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার।।
#ঈশ্বরদীতে বিভিন্ন পূজামন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভার ঠাকুরবাড়ী, মৌ-বাড়ী দুর্গামন্দির পরিদর্শন করেন। মন্ডপ পরিদর্শনের সময় তিনি স্থানীয় পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক সহযোগীতার কথা জানান।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
পুজা মন্ডপ পরিদর্শন কালে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। কোনো কুচক্রী মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এ জন্য আমাদের সচেতন থাকতে হবে। আমরা চাই, সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।