ঈশ্বরদীর দিয়াড় বাঘইলে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ৩ ভাই গুরুতর আহত
স্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে আবু তালেব ( ৪৯) নামের এক ব্যবসায়ী ও তার দুই ভাইকে চিহ্নিত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যপূরী কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত অন্য দুজন হলো আলম হোসেন তুলু ও সোহাগ হোসেন। হামলার সময় দুর্বৃত্তরা ব্যবসায়ীর দোকান থেকে নগদ টাকা লুট ও দোকানটি ভেঙে তছনছ করে দেয় । ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৩ ভাইকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
লিখিত এজাহার সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে মো:আবু তালেব পেশায় একজন ব্যবসায়ী। একই গ্রামের সাইনুদ্দিনের মোড়ে তার একটি মুদিখানা ও চায়ের দোকান রয়েছে। তার সাথে একই এলাকার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো:হান্নান বিশ্বাস গংদের পূর্ব বিরোধ চলে আসছিলো।ঘটনার দিন গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮ টার সময় দিয়াড় বাঘইল গ্রামস্থ আবু তালেবের উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী ও যুবলীগ নেতা হান্নান বিশ্বাস এর নেতৃত্বে ১০/১২ জনের দুর্বৃত্ত দল সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসী হান্নান হোসেন এর নেতৃত্বে ও নির্দেশে অন্যরা চাপাতি, রামদা, চাপ্পর,লোহার রড সহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী আবু তালেবকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। সে সময় আবু তালেবের আর্তচিৎকারে তার বড় ভাই আলম হোসেন (তুলু) ও ছোট ভাই সোহাগ এগিয়ে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। শুধু তাই নয়, তারা দোকানের ক্যাশে থাকা নগদ ২২ হাজার ৮০০ টাকা লুট করে এবং দোকানটি ভেঙে তছনছ করে দেয় । এসময় আহতদের আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্হলে এগিয়ে এলে তাদের হত্যার হুমকি দিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্হল থেকে চলে যায়।এঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ জানান, এঘটনায় মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।