ঈশ্বরদীর ছাত্রলীগ নেতা চাঁদপুরে গ্রেফতার
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদ দাতা।। ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক খোন্দকার মোহাম্মদ আরমান উদ্দিন (২৮)কে চাঁদপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানাপুলিশ ।তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ আগষ্ট’২৫ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরমান উদ্দিন পৌরশহরের পূর্ব টেংরি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।
আজ শনিবার (২৩ আগস্ট’২৫) সকালে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানায় দায়েরকৃত মামলা (নং–১০/২৪ এবং নং–১২/২৪)’র আসামী আরমান দীর্ঘদিন চাঁদপুর জেলায় আত্মগোপনে ছিল। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সে সুপারভাইজার হিসেবে কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করার পর বুধবার (২০ আগস্ট’২৫) রাতে ঈশ্বরদী থানা পুলিশ চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে।
পরে তাকে ঈশ্বরদীতে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার আরমানের বিরুদ্ধে সরকারি কলেজের অধ্যক্ষকে মারধর, বিভিন্ন স্থানে লুটপাট, মারপিটের আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।