ঈশ্বরদীর চর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের বন্দুক যুদ্ধ , গুলিবিদ্ধ হয়ে আহত-১
ঈশ্বরদী উপজেলা সংবাদ দাতা।। ঈশ্বরদীতে পদ্মার খাস চর দখল নিয়ে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল এর দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোঃ শিমুল নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মার চরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিমুল ওই এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে ও সাঁড়া ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মায় জেগে ওঠা ১০০ বিঘা চরে গোখাদ্য(ঘাস) আবাদ করেছিলেন যুবদলের কর্মী মোঃ জুয়েল হোসেন। পরবর্তীতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা দৌলতপুর গ্রামের মোঃ রেজাউল করিম নামে আরেক ব্যাপারির কাছে আবাদকৃত সেই ঘাসসহ চর বিক্রি করে দেন যুবদলকর্মী জুয়েল। বিকেলে রেজাউল ব্যাপারি একপাল গরু নিয়ে চরে সেই ঘাস খাওয়াতে আসলে স্থানীয় যুবদলকর্মী সোহান পারভেজ বিপু ও তার দলবল চর দখলের উদ্দেশ্যে তাতে বাধা দেয়। পরে তারই জের ধরে অপর যুবদলকর্মী জুয়েল গ্রুপের লোকজন চরে থাকা বিপুর একটি টোং ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এসময় বিপু গ্রুপের একজন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ জমা দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।