ঈশ্বরদীর গ্রিন সিটিতে রুশ নারীর মৃত্যু অস্বাভাবিক ও রহস্য জনক
————
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর নতুনহাট মোড় সংলগ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে গতকাল বৃহস্পতিবার মৃত্যু বরণ কারী রূশ নারী রিয়াবোভা গুলনারা (৫১)’র সুরতহাল রিপোর্ট ও সংগ্রহকৃত আলামত পর্যালোচনা করে ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করছেন পুলিশ। তবে তদন্তের স্বার্থে পুলিশ আগেই কিছু জানাতে ইচ্ছুক নন।
নিহত রিয়াবোভা গুলনারা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এটমস্ত্রয় এক্সপোর্ট নামের একটি রূশ কোম্পানিতে কর্মরত থাকার সুবাদে তিনি গ্রিন সিটির ১৩ নম্বর ভবনের ১৪৬ নম্বর কক্ষে স্বামীসহ বসবাস করতেন।
প্রতিদিনের মতোই বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান কিন্তু আর বের হননি। গতকাল বৃহস্পতিবার সকালে তার সহকর্মীরা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দিলে সকাল সাড়ে ১০ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মৃত অবস্থায় রিয়াবোভা গুলনারার লাশ কক্ষের ভেতরের শৌচাগার থেকে উদ্ধার করেন।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র স্বীকার করেছেন যে, মৃত রূশ নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনার পর থেকেই তার স্বামী অচেতন রয়েছে। এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারকে জিজ্ঞাসা করা হলে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
রিয়াবোভা গুলনারার স্বামী চিকিৎসাধীন অবস্থায় অচেতন রয়েছে বিধায় এখনো পরিষ্কার কিছু বলা যাচ্ছে না।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।