ঈশ্বরদীর ইউএনও মনিরুজ্জামানের বদলী নতুন ইউএনও আরিফুর রহমান
স্টাফ রিপোর্টার।। পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানকে জনস্বার্থে বদলী করা হয়েছে। অন্যদিকে নয়া নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের একান্ত সচিব মো. আরিফুর রহমান।
বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব আবু নাঈম মোহাম্মদ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার এ পদায়ন নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, The Code of Criminal Procedure, 1898–এর Section 144 এর ক্ষমতাবলে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের বদলি/পদায়ন কার্যকর করার প্রয়োজনীয়তা রয়েছে। এর আলোকে মো. আরিফুর রহমানকে ঈশ্বরদী উপজেলার নতুন নির্বাহী অফিসার হিসেবে Stand Released করে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থলের বর্তমান অবস্থার নাম/স্থাপনাসহ সমস্ত তথ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।
সরকারি আদেশ অনুযায়ী তিনি দ্রুতই নতুন কর্মস্থলে যোগদান করবেন।