শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে সর্পদংশনে গৃহবধূর মৃত্যু ঈশ্বরদীতে নতুন ইউএনও’র যোগদান ঈশ্বরদী উপজেলা প্রশাসনের দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে ডিলার উন্নয়ন এবং কৃষি ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোয়ালনন্দে সাধক নূরা পাগলার লাশ পোড়ানো এবং সারাদেশে মাজার ও দরবার ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ ও বিচার দাবীতে ঈশ্বরদীতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে সংবর্ধনা পেলেন ৬৮ জন কৃতি শিক্ষার্থী ঈশ্বরদীর পদ্মার চরে প্রতিদিন বিক্রি হচ্ছে অর্ধকোটি টাকার ধনিয়া পাতা, কৃষকেরা আনন্দিত ঈশ্বরদী প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা —-ঈশ্বরদী আমার পরিবার, আপনারা সেই পরিবারের সদস্য—সুবীর কুমার দাস ঈশ্বরদী থানায় নব নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়ে বুনো উল্লাস

ঈশ্বরদীতে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ৮ শিক্ষার্থী নিহত, আহত- ৩

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীতে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ৮ শিক্ষার্থী নিহত আহত- ৩
স্টাফ রিপোর্টার।।

অবিশ্বাস্য মনে হলেও সত্য যে,গত ৯ মাসে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের ৮ শিক্ষার্থী এবং ৩ শিক্ষার্থী হয়েছে আহত।
২০২৩ সালের নভেম্বর থেকে চলতি ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়ের মধ্যে ঈশ্বরদীর বিভিন্ন সড়কে এসব দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে থানা ও ইনস্টিটিউট সূত্র এতথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখিত সূত্রের দেয়া তথ্য মতে গত ৪ জুলাই’২৪ রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাবনা সুগার মিলের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন নিহত ও ২ জন আহত হয়। নিহতদের মধ্যে ৪ জনই ছিল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ছাত্র। এরা হলো জিহাদ হোসেন (১৭), শাওন হোসেন নূর (১৭), শাওন হোসেন সিফাত (১৭) ও রিয়াদুল ইসলাম শিশির (১৮)। এরা সবাই ঘনিষ্ট বন্ধু।

গত ১৬ মার্চ ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের গোকুলনগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়। নিহত ২ জনের মধ্যে মিজানুর রহমান মিজান ছিল ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র।

এর আগে ২০২৩ সালের ৬ নভেম্বর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আসার পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় ছাত্র মিতুল হোসেন (১৬) ।গুরুতর আহত বিশাল হোসেন (১৬) ও সিয়াম হোসেন (১৬) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মৃত্যু বরন করে।

এদিকে সড়ক দুর্ঘটনায় ৯ মাসের ব্যবধানে একই শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন শিক্ষার্থীর মৃত্যু ও ৩ শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনা সবাইকে ব্যথিত করেছে। কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি।
হাইওয়ে সড়কে বেপরোয়া যানবাহন চলাচল ও অসতর্কতাকে এসব দূর্ঘটনার জন্য দায়ী করেছেন বিজ্ঞজনরা। যানবাহন চালকদের বেপরোয়া চলাচল বন্ধ ও দূর্ঘটনা এড়াতে সতর্কতা সৃষ্টির জন্য হাইওয়ে পুলিশের ভূমিকা গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!