ঈশ্বরদীতে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।। আজ ১ নভেম্বর’২৪ রাত ৭টায় ৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ ঈশ্বরদী পৌর এলাকার কাচারীপাড়া রেল কলোনীর মৃত তপু ব্যাপারীর ছেলে সোহরাব হোসেন ওরফে রুস্তম (৪২) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের নিয়ে গঠিত একটি বিশেষ অভিযানিকদল আইকে রোডের দিয়াড় সাহাপুর থেকে উল্লেখিত মাদক দ্রব্যসহ আসামীকে গ্রেফতার করে। এসময় আসামীর ব্যাবহৃত টিভিএস মটর সাইকেল জব্দ করা হয়।
এব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা দায়ের ও জব্দকৃত মাদক দ্রব্য ও মটর সাইকেল হস্তান্তর করা হয়েছে।