ঈশ্বরদীতে ৫ বছরের শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে সৎ বাবা গ্রেফতার
ঈশ্বরদী (পাবনা)উপজেলা সংবাদদাতা।।
ঈশ্বরদীতে ৫ বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আকাশ(২২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ । সে ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদ পুরের মোহাম্মদ হোসেনের ছেলে।
শনিবার (২৮ ডিসেম্বর’২৪) সকালে ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদ পুর
থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, উল্লেখিত তারিখ সকালে মায়ের অনুপস্থিতিতে সৎ বাবা আকাশ শিশু কণ্যা মিতা(৫)ছদ্ম নাম)কে একাকি ঘরে নিয়ে গিয়ে যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে ক্ষতবিক্ষত করে। এঘটনায় শিশুটি কান্নাকাটি করতে থাকে। ঘটনার পর শিশুটির মা বাড়িতে এসে শিশুটিকে কান্নার কারন জিজ্ঞাসার এক পর্যায়ে রক্ত দেখতে পায়। এরপর তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাওয়া খাতুন জানান, মেয়েটির গোপনাঙ্গে ক্ষত চিহ্ন পেয়েছি। পুলিশ কেস হিসেবে রেজিস্টারে এন্ট্রি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা মেয়েটিকে ওয়ানস্টপে পাঠানোর ব্যবস্থা করেছি।
ঈশ্বরদীর অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে আসামী সৎ বাবা আকাশকে গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।