ঈশ্বরদীতে ৪৮ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান ও লীলাকীর্তন অনুষ্ঠিত
——-
বিশ্ব মানবতার কল্যাণ কামনায় ও দেশমাতৃকার মঙ্গলার্থে ঈশ্বরদীর ঠাকুরবাড়ি শ্রী শ্রী সত্য নারায়ণ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে ৪৮ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলাকীর্তন অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ডিসেম্বর’২৪ থেকে ৩০ ডিসেম্বর’২৪ পর্যন্ত অষ্টম অধিবেশনের এই কীর্তন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও উল্লেখ যোগ্য ভূমিকায় ছিলেন শ্রী তাপস কুমার সাহা, খোকন কুমার সাহা, প্রশান্ত কুন্ডু ও শীবু কর্মকার। ৪৮ প্রহর ব্যাপী এই আয়োজনের নাম সূধা পরিবেশনে ছিলেন নগরবাড়ির শিব ঠাকুর সম্প্রদায়, সাতক্ষীরার প্রাণ বংশীধারী সম্প্রদায়, নড়াইলের হরিনাম মহামন্ত্র সম্প্রদায়, ঢাকার শ্রীকৃষ্ণ সেবা সংঘ সম্প্রদায়, সিরাজগঞ্জের রূপনারায়ণ সম্প্রদায়, খুলনার গোবিন্দ মন্দির সম্প্রদায়, নীলফামারীর নব গোপাল সম্প্রদায় ও স্বাগতিক ঈশ্বরদীর দাশুড়িয়ার ভাতবতীয় সৎসঙ্গ।
লীলাকীর্তন পরিবেশনায় ছিলেন গাইবান্ধা পলাশবাড়ীর শান্তনা রাণী দাসী, রাজশাহী তানোড়ের ভরত কুমার দাশ, পাবনার ঈশ্বরদীর সঞ্জিব কর্মকার সোনা ও বগুড়ার শিবগঞ্জের অর্পিতা রাণী সরকার।
প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কীর্তন শ্রবণ ও সেবা গ্রহণ করেন।