ঈশ্বরদীতে ২ যুবক ছুরিকাহত
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। ঈশ্বরদী শহরের জনবহুল এলাকা পোস্ট অফিস মোড়ে আলীম(২৫) ও সজীব (২৭) নামের দুই যুবক দুর্বৃত্ত কর্তৃক ছুরিকাহত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর’২৫) রাত আনুমানিক ১০টায় বহু মানুষের উপস্থিতিতে এঘটনা ঘটে।
আহতদের ভাষ্য অনুযায়ী জানাযায়, পোস্ট অফিস মোড়ে অটোরিকশা স্ট্যান্ড করা নিয়ে স্থানীয় যুবকদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দুর্বৃত্তরা উল্লেখিত দুজনকে অতর্কিত পায়ে ও পেটে ছুরিকাঘাত করে সটকে পড়ে।
পরে পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. মমিনুজ্জামানকে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছুরিকাহতরা চিকিৎসাধীন আছে। তারা এসে এজাহার দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।