ঈশ্বরদীতে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদীতে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা সহ মুন্নাফ হোসেন মুন্না নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। সে মুলাডুলির মৃত খলিল ফকিরের ছেলে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর’২৪) দুপুর ১২ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মুন্নাফ হোসেনের নিকট থেকে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মুন্নাফ হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ হেরোইন. ইয়াবা সহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানান।
এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।