ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত ও সাংবাদিক সহ আহত-২
——-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ১৮ ঘন্টার ব্যবধানে পরপর দুইদিনে ৪জন নিহত ও সাংবাদিকসহ ২জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর’২৫) বিকেল আনুমানিক ৪টায় ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদীর সাঁড়া ঝাউদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ সাকিব হোসেন (২২) ও পৌর এলাকার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শিরিনা বেগম নিহত সাকিবের আপন খালা।
আরামবাড়িয়ায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে তারা দূর্ঘটনার শিকার হন।
অন্যদিকে, শনিবার (২০ ডিসেম্বর’২৫) দুপুর আনুমানিক ১টায় সাহাপুরস্থ নিজ বাড়ি থেকে ঈশ্বরদী শহরে আসার সময় আইকে রোডের ওয়াবদা গেটের নিকট ২টি ট্রাকের মাঝখানে রোড থেকে সিটকে পড়ে দৈনিক কালের কন্ঠ’র ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী (৪০) ও তার আপন ছোটভাই শেখ লিখন (৩৭) আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে।
সাংবাদিক শেখ মেহেদী পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।
একই দিনে রাত ১০টার দিকে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় পাবনা রোডে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২যুবক নিহত হন।
এরা হলেন ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) ও একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। নিহত ২জনই রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থেকে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে রাব্বি ও নিশান দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (২১ ডিসেম্বর’২৫) আনুমানিক রাত আড়াইটার দিকে রাব্বি মৃত্যু বরণ করেন এবং সকাল ৭টার দিকে নিশানও মৃত্যু বরণ করেন৷
এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামানকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷ তিনি জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্ব স্ব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।