ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।। আজ ৩০ এপ্রিল’২৫ রাত সাড়ে ৮টার সময় ঈশ্বরদী রেলওয়ে গেটের নীচে স্টেশন রোডের মন্দিরের নিকট সড়ক দুর্ঘটনায় কমল(৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। সে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের যুক্তিতলা লাইনপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উল্লেখিত সময়ে সাইকেল আরোহী কমল ঈশ্বরদী বাজার অভিমুখে যাবার সময় বিপরীত মুখী দ্রুতগামী একটি ব্যাটারীচালিত অটো রিক্সা তাকে স্বজোরে ধাক্কা দিলে পাকা রাস্তায় সিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত লাগে। এতে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যু বরন করে।
ঈশ্বরদী থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে বলে ঈশ্বরদী থানার কর্তব্যরত পুলিশ অফিসার আব্দুল বারী জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।