ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৩
—–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ১১ ফেব্রুয়ারি’২৫ সকাল আনুমানিক সাড়ে ১০ টায় ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়ে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৩জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে দাশুড়িয়া থেকে যাত্রী বোঝাই একটি সিএনজি দ্রুত গতিতে ঈশ্বরদী শহর অভিমুখে আসার সময় ঈশ্বরদী থেকে অরণকোলা হাট গামী গরু বোঝাই দেশীয় তৈরি স্যালো ইঞ্জিন চালিত নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির যাত্রী ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাবের হোসেন’র ছেলে আকমল হোসেন (৩৫), সিএনজি চালক ঈশ্বরদীর পার্শ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ইলসামারী গ্রামের আবুল কাশেম’র ছেলে ইসরাফিল(৪০), যাত্রী ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের মুজিবুল হক’র ছেলে লকিবুল হক (৪০) এবং ঈশ্বরদী পৌর এলাকার পাতিলাখালি গ্রামের আব্দুল মজিদ’র স্ত্রী রেনু বেগম (৫০) আহত হয়।
ঘটনার পরপরই ঈশ্বরদীর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আহত আকমল হোসেন মৃত্যু বরণ করে। আহতদের মধ্যে লকিবুল ও রেনু বেগমের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিএনজি চালক ইসরাফিল ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘাতক নছিমনকে আটক করলেও চালক পালিয়ে গেছে। ঘাতক নছিমনে থাকা গরুগুলো তাদের মালিককে দিয়ে দেয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আফজাল হোসেন জানিয়েছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।