ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত
——-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ৯ ফেব্রুয়ারি’২৫ দুপুর আনুমানিক সোয়া ১টায় ঈশ্বরদী-পাবনা সড়কের আলহাজ্ব মোড়ে সড়ক দুর্ঘটনায় ৫জন আহত হয়েছে।
এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে ঈশ্বরদী থেকে দাশুড়িয়া গামী যাত্রী বোঝাই একটি সিএনজি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীণসিটি থেকে ঈশ্বরদী গামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি দুমড়েমুচড়ে যায় এবং মিনিবাসের সামনের গ্লাস ভেঙে যায়।
এই ঘটনায় নাটোর বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের মোখলেসুর রহমান’র ছেলে সাগর (৩৬) একই এলাকার পরিমল কুমারের ছেলে প্রসেনজিৎ (২৮), ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মালেক’র স্ত্রী চুমকি (৩৮), পাবনা চাটমোহর উপজেলার সারলা গ্রামের মৃত আবু বক্কর’র ছেলে এমদাদুল হক (৩৫) এবং অজ্ঞাতনামা আরেকজন আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৪ জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে সিএনজি চালক সাগর ও যাত্রী চুমকির অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
অন্য দুজন ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। কিঞ্চিৎ আহত অজ্ঞাতনামা একজন ঘটনাস্থল থেকে নিজেই স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করে নিজ গন্তব্যে চলে গেছে বলে জানা গেছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।