ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ৯ ডিসেম্বর’২৪ সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-খুলনা বিশ্বরোডের ঈশ্বরদীর জয়নগর বোর্ড অফিস মোড়ে সড়ক দুর্ঘটনায় ওয়াহেদ আলী মৃধা (৭০) নামের এক পথচারী নিহত হয়েছে। সে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামের মৃত আবেদ আলী মৃধার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পাকশী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, নিহত ওয়াহেদ আলী উল্লেখিত স্থানে রাস্তা পারাপারের সময় পাকশী অভিমূখী একটি মোটরসাইকেলে ধাক্কা খেয়ে পেছনে চলন্ত মাইক্রোবাসের ওপরে সিটকে পড়ে। এতে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হলে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাবার পর তিনি মৃত্যু বরণ করেন।