স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদীতে যাত্রী বোঝাই ভুডভুডি ও কুত্তা গাড়ীর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৪ জন। মঙ্গলবার ১৮ অক্টোবর রাত আনুমানিক ৮ ঘটিকার সময় ঈশ্বরদী-লালপুর মহাসড়কের ভাদুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ঈশ্বরদী উপজেলাধীন ভাদুর বটতলা (গোপালপুর) এলাকার মৃত. ওয়াজী সরকারের ছেলে মো. শাজাহান সরকার (৬৫), ভাদুর বটতলা এলাকার মৃত জাফর আলীর কন্যা ছালমা (২৭), নাটোর জেলার লালপুর থানাধীন গৌরিপুর এলাকার মৃত ময়েজউদ্দিনের মেয়ে নাসরিন (২৮), একই এলাকার মো. আব্দুল কুদ্দুসের স্ত্রী তাহেরা বেগম । আহত নারীরা সবাই ঈশ্বরদী ইপিজেড কর্মী।
ঘটনা সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় ঈশ্বরদী ইপিজেডের কর্মী বোঝাই ভুডভুডিটি প্রায় ৪৩ জন যাত্রী নিয়ে ভাদুর বটতলা এলাকায় পৌঁছে যাত্রী নামাতে শুরু করেন। এসময় একই দিক থেকে আসা অপর আরেকটি ইট বোঝাই কুত্তা গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে যাত্রী বোঝাই গাড়ীতে সজোরে ধাক্কা দেন। এ সময় গাড়ীতে থাকা যাত্রীরা সবাই ছিটকে পরে গুরুতর আহত হন। আহত তিন নারী কর্মীসহ মোট চারজনকে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইনন্সপেক্টর অপু মন্ডল বলেন, আমরা রাত ৮ টা ৫ মিনিটের দিকে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে সেখানে যায় এবং সেখান থেকে তিনজন ইপিজেড কর্রীকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্মৃতি জানান, একজন পুরুষ রোগীর গুরুতর অবস্থার কারণে তাকে রাজশাহী মেডিকেলে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর বাকি তিনজন মহিলার মধ্যে একজন সুস্থ আছেন ।বাকি দুইজনের এক্সরে করতে দেওয়া হয়েছে। এক্সরে রিপোর্টে যদি ইনজুরি দেখা দেয় তাহলে তাদেরকেও রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হবে।