ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।।
সংখ্যালঘুদের উপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ করেছে হিন্দু ধর্মালম্বীরা।
বুধবার দুপুরে উপজেলা দাশুড়িয়া বাজার এলাকায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ করে তারা। পরে দাশুড়িয়া মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিন্দু পাড়া এসে শেষ হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিছু দুষ্কৃতিকারীরা তাদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে। পরে চাঁদার টাকা না দিলে মারধর করে। এই বিষয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দেন হিন্দু ধর্মালম্বীরা।
এসময় গউর চন্দ্র শেন, রতন শাহা, প্রদিব কুমান, কোমল পাল, আসুতষ পাল, মাধক কুন্ডু, আশু কুন্ডু, জাদব কুন্ডু, প্রদিব কর্মকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।