ঈশ্বরদীতে যুবলীগের হামলায় সেচ্ছাসেবক দলের ৫ জন আহত
স্টাফ রিপোর্টার।। দেশব্যাপী নাশকতা সৃষ্টির জন্য সংগঠিত হতে গোপন সভা করেছে আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। সেই সভায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে পাবনার ঈশ্বরদী সাড়া ইউনিয়নের ভাদুর বটতলার লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদীর জোকাদহ বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজা মণ্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ঈশ্বরদীর সাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রওশন আলম পাপ্প, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রফিক, ইউনিয়ন যুবদলের সদস্য আকমল হোসেন সরকার ও সাজেদুল ইসলাম মালিথা।
আহতদের মধ্যে যুবদলকর্মী আকমলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদীর সাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রওশন আলম পাপ্প বলেন, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজা মণ্ডলের বাড়িতে যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। তখন গ্রামবাসীসহ আমরা রাজা মণ্ডলের বাড়ির সামনে যাই।
এতে রাজা মণ্ডলের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাদের হামলায় আমিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দলের চারজনসহ গ্রামের ৫ জন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, ‘হামলাকারী আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ৪টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে।’
ঈশ্বরদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজা মণ্ডলের ছেলে রাসেল মণ্ডল বলেন, ‘বিএনপির যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলায় আমার বাবা আহত হয়েছেন।
তারা আমার চাচাসহ আমাকেও মেরেছে।’
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।