ঈশ্বরদীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলন বৃক্ষ রোপন ও দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আহমেদ বিশ্বাস টনির সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক নেতা আহসান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন ও পৌর যুবদলের সদস্য সচিব সাজেদুজ্জামান জিতু।
শামসুদ্দিন আহমেদ মালিথা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলার রাখাল রাজাখ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই দলের নেতাকর্মীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের কান্তি কালেও বন্যা জলোচ্ছ্বাস ও মহামারীতে সহযোগিতার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়েন। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করছি।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প কিছুদিন দেশ সেবা করার সুযোগ পেয়েছিলেন। তিনি যদি দীর্ঘ সময় দেশ সেবার সুযোগ পেতেন তাহলে এদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতেন। তার সহধর্মিনী আপোষীণ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও দেশের ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। আগামী নির্বাচনে দল ক্ষমতায় এলে এদেশে ব্যাপক উন্নয়ন হবে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেশি আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম- সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আক্কাস আলী মেম্বার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, জাহাঙ্গীর হোসেন, পৌর ষুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রিপন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তৌফিক আলম সোহেল, খোরশেদ আলম দিপু, আক্তার হোসেন নিফা ও মাহামুদ হাসান সোনামনি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।