ঈশ্বরদীতে যুবকের রহস্য জনক মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। আজ সোমবার (২২ ডিসেম্বর’২৫)খুব সকালে খুলনা-পার্বতীপুর রেলপথের ঈশ্বরদীর উত্তর বাঘইল এলাকা থেকে আমীর খসরু (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। সে ঐ এলাকার সাবান আলীর ছেলে।
আজ রাত আনুমানিক আড়াইটার দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস
ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে বলা হলেও আমীর খসরুর মৃত্যু রহস্য জনক বলে মনে করছেন অনেকেই।
প্রায় ৬ মাস আগে আমীর খসরু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কিছুদিন পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয় এবং বিচ্ছেদ ঘটে। এরপর থেকে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে সে চাকরি করছিল। গত শনিবার সে ঢাকা থেকে বাড়ীতে এসেছিল। বাড়ীতে ফিরে আসার সাথে সাথে
তার মৃত্যু নিয়ে নানা ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তাকে হত্যা করার পর রেললাইনের ওপর শুইয়ে রাখা হয়েছিল যাতে মৃত্যুটা ট্রেনে কেটে হয়েছে বলে চালানো যায় এমন কথাও বলছেন এলাকার অনেকেই। নিহত আমীর খসরুর পিতা-মাতা ঢাকায় অবস্থান করছেন। তারা এলে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান
জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
আপাততঃ এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী,পাবনা।