ঈশ্বরদীতে মেয়েদের বউচি ও ছেলেদের ফুটবল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
ঈশ্বরদী প্রতিনিধি।।
গ্রাম বাংলার অতি পরিচিত মেয়েদের বউচি খেলা ও ছেলেদের ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ে মাঠে।
গত ১ সেপ্টেম্বর’২৫ সকালে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তঃ স্কুল এ খেলা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব টেক্সটাইল মিল হাই স্কুলের নিজস্ব আয়োজনে অনুষ্ঠিত এখেলায়
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলাম পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরোশিমা ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি এহসানুল কবির শিমুল ও আলী জুবায়ের প্রতীক। সভাপতিত্ব করেন আলহাজ্ব টেক্সটাইলস মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাউসুস আজম মাসুম।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।।