ঈশ্বরদীতে মানববন্ধনে ৩ দিনের মধ্যে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল ও মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি
—–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) কর্তৃক বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল ও প্রি-পেইড বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে নেসকো’র করা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর’২৫) সকালে ঈশ্বরদী বাজারের ১ নং গেটের সামনে স্টেশন রোডে সচেতন নগরবাসী ফোরাম ঈশ্বরদী এই মানববন্ধনের আয়োজন করে।
সচেতন নগরবাসী ফোরাম ঈশ্বরদীর আহ্বায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভান’র সভাপতিত্বে এবং শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় এতে বক্তৃতা করেন বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা আতাউর রহমান পাতা,আমিনুর রহমান স্বপন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, বিশিষ্ট কলামিস্ট সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জংশন ডিডিপি, গুরুআশ্রমের চেয়ারম্যান গুরুজী এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি জাহিদুল আলম সনু, যুবদল নেতা এ কে এম সাজেদুল আলম জিতু, বিএনপি নেতা খন্দকার তৌফিক আলম সোহেল, সচেতন নগরবাসী ফোরাম নেতা সুলতান মাহমুদ খান বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুর রহমান জুয়েল, ব্যবসায়ী রাকিব হাসান আলম, আকরাম রায়হান বাবু, যুবদল নেতা খোরশেদ আলম দীপু, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সদস্য ওহিদুজ্জামান মিন্টু, কবি আতাউর রহমান বাবলু প্রমূখ।
মানববন্ধনে আগামী ৩ দিনের মধ্যে ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের সিদ্ধান্ত বাতিল করা না হলে এবং গত ২৯ অক্টোবর’২৫ নেসকো কর্তৃক ঈশ্বরদী থানায় অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভান সহ ২শ জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে হুমকি দেয়া হয়৷ ঈশ্বরদীর সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের সহস্রাধিক ভুক্তভোগী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রহণকৃত প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দীর্ঘদিন থেকে সচেতন নগরবাসী ফোরাম ঈশ্বরদীর ব্যানারে আন্দোলনের প্রেক্ষিতে ইতিপূর্বে নেসকোর পক্ষ থেকে এই প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হলেও গোপনে তারা এই বিদ্যুৎ প্রি-পেইড মিটার স্থাপন শুরু করে। এতে ঈশ্বরদীবাসি ক্ষিপ্ত হয়ে গত ২৯ অক্টোবর’২৫ ঈশ্বরদীস্থ নেসকো অফিস ঘেরাও করে এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হলেও নেসকোর পক্ষ থেকে অধ্যাপক আ ফ ম মোঃ রাজিবুল আলম ইভানকে ১ নম্বর আসামী করে অজ্ঞাতনামা ২শ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে ঈশ্বরদীবাসী আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং মানববন্ধনের আয়োজন করে।