স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদীতে মাদকাসক্ত স্বামীর চাপাতির কোপে সুরাইয়া খাতুন (রানী) নামের এক গৃহবধূ গুরুত্বর আহত হয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সাড়া ইউনিয়নের গোকুলনগর স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুরাইয়া ঈশ্বরদী পৌর শহরের বকুলের মোড় এলাকার মেয়ে ও গোকুলনগর স্কুল পাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে রায়হান আহমেদ রাতিনের স্ত্রী। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত পাষণ্ড স্বামী রাতিন একজন মাদকাসক্ত। বেশ কয়েক মাস যাবত অতিরিক্ত মাদক সেবনের ফলে সে কিছুটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। পারিবারিক যেকোনো ঠুনকো বিষয়ে স্ত্রীকে সন্দেহ ও মারপিট করতো সে। ঘটনার দিন দুপুরে পরিবারের সকলের অগোচরে রাতিন তার স্ত্রী সুরাইয়াকে নিজ কক্ষে দরজা বন্ধ করে মারপিট শুরু করে।
একপর্যায়ে রাতিনের কোমরে থাকা ধারালো চাপাতি দিয়ে স্ত্রী সুরাইয়ার পিঠে ১৯ জায়গায় কুপিয়ে গুরুত্বর জখম করে। ঘটনা টের পেয়ে অভিযুক্ত রাতিনের বাবা-মা ও স্থানীয়রা আহত সুরাইয়াকে উদ্ধার করে সুরাইয়ার পরিবারের সদস্যদের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সুরাইয়া গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত সুরাইয়া ও তার পরিবারের সদস্যরা অভিযুক্ত মাদকাসক্ত রাতিনের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা এবিএম মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’