ঈশ্বরদীতে মহান বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি, তাদের সেই রক্তের সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনা বেইমানি করেছে। দীর্ঘ ১৭ বছর ধরে জুলুম-নির্যাতনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়িয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঙ্গে অবিচার করা হয়েছে এবং ক্ষমতার মসনদে বসে দলীয় গুন্ডা বাহিনী দিয়ে জনগণের ওপর নির্যাতন চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, “যে লক্ষ্য ও আদর্শ নিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল, মানুষ আজও তার সুফল ভোগ করতে পারেনি। সে কারণেই গত বছর ২০২৪ সালে আবারও আন্দোলনের মাধ্যমে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে হয়েছে। এই দ্বিতীয় স্বাধীনতাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।”
ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডা. নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের। তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধ কোনো একক দলের সম্পত্তি নয়। এ যুদ্ধ ছিল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে জাতির সম্মিলিত লড়াই। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে বিভাজনের রাজনীতি জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে। বিজয়ের চেতনাকে ধারণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সভাপতির বক্তব্যে ডা. নুরুজ্জামান প্রামাণিক বলেন, ১৯৭১ সালে কোনো একটি দল এককভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি; বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস চাপিয়ে দিয়ে আলেম-ওলামাসহ বহু মানুষকে নির্যাতনের শিকার করা হয়েছে, যা জাতি আর মেনে নেবে না।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, মুক্তিযোদ্ধা বিষয়ক সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডল, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান মাস্টার প্রমুখ।
এ সময় ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মো. আব্দুল আজিজ খান, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, মিডিয়া ও প্রচার সেক্রেটারি মাসুদ রানা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিন, ছাত্রশিবিরের ঈশ্বরদী উপজেলা সভাপতি সজীব হাসান, সেক্রেটারি তারিকুজ্জানান তামিম সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী,পাবনা।