ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত, ২ জন আহত
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ ২০মার্চ’২৫ বিকেল ৫ টা ১০ মিনিটের সময় ঈশ্বরদী-পাবনা সড়কের বহর পুর নামক স্হানে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, উল্লেখিত সময়ে ঈশ্বরদী থেকে দাশুড়িয়া গামী একটি যাত্রী বোঝাই সিএনজির সাথে পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা নামক একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামের বাবুর প্রামাণিকের ছেলে রাব্বি(৩৫)
রাব্বির স্ত্রী মোক্তা২৫)ও তাদের ১৮ মাসের শিশু সন্তান মোস্তাকিম ঘটনাস্হলেই মারা যায়। এছাড়া আশংকা জনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেবার পথে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার রাতুল(৩০)ও সিএনজি চালক ঈশ্বরদী পৌর শহরের মৌবাড়িয়া এলাকার তওহিদুল ইসলাম তোহা(৩০) মৃত্যু বরন করে। অজ্ঞাতনামা গুরুতর আহত ২জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।
দুর্ঘটনার পরপরই সংবাদপেয়ে ঈশ্বরদী থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে।
ঘাতক বাসটি আটক করেছে পুলিশ তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, এব্যাপারে যথাযথ আইনানুগ ব্যাবস্হা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।