ঈশ্বরদীতে ব্যাবসায়ী নয়ন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধনঃ ৭২ ঘন্টার মধ্যে আসামী না ধরলে কঠোর কর্মসূচির হুমকি
ঈশ্বরদী (পাবনা)উপজেলা সংবাদদাতা।।
ঈশ্বরদীতে অতি সম্প্রতি দুর্বৃত্ত কর্তৃক নিহত ব্যবসায়ী ও ইলেকট্রনিক মেকানিক নয়ন মন্ডলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে নিহতের পরিবার ও জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খায়রুল ইসলাম, ডাঃ মজিবুর রহমান, জয়নগর বাজার সমিতির সভাপতি ডাবলু হোসেন, সাধারন সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মান্নান সরকার, নিহতের বাবা মজিবুল মন্ডল, নিহতের স্ত্রী সহ প্রমুখ ।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১ মাস পেরিয়ে গেলেও নয়ন হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। যে কারনে গুরুত্বপূর্ণ এ জনপদের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এসময় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারের দাবী জানান তারা। না হলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধন চলাকালে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে ঈশ্বরদী থানার পরিদর্শক পরিদর্শক ( তদন্ত)এবিএম মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে মানববন্ধন প্রত্যাহার করা হয় এবং ১ ঘন্টা পর এরোডে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যগন, জয়নগর শিমুলতলা বাজার সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কয়েকশো সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর সকালে বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে নয়ন মন্ডলের লাশ উদ্ধার করে থানা পুলিশ। এর আগের দিন রাতে নিখোঁজ হন তিনি। নয়ন ঐ গ্রামের কাঠ ব্যবসায়ী মজিবুল মন্ডলের ছেলে এবং জয়নগর শিমুলতলা বাজারের ব্যবসায়ী ও ইলেকট্রনিক মেকানিক ছিলেন।দুর্বৃত্তরা নয়নকে অপহরণ করে তার কাছে থাকা টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গভীর রাতে হত্যা করে বড়ইচারার একটি লিচু বাগানে লাশ ফেলে রেখে যায় বলে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।